বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার আদায় করে নিতে হবে। আর এজন্য আগে নিজেদের যোগ্যতর হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল (বুধবার) নগরীর বন্দর রিপাবলিক ক্লাবে ‘স্বাধীনতা নারী শক্তি’ সংগঠনের অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। এ সংগঠন গড়ে তোলার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে এ প্রচেষ্টা।
প্রধান অতিথি লায়ন কামরুন মালেক বলেন, জনসম্পৃক্ত এম এ লতিফ নারী সমাজের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা কার্যকর করতে নারীদেরই এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, নারী সমাজের উন্নয়নে এম এ লতিফ গৃহীত পদক্ষেপসমূহ সম্পন্ন করতে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও ডা. মুনাল মাহবুব। অধ্যাপিকা বিবি মরিয়মের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন মো. রেজা, চৌধুরী ফরিদ, ফারুক ইকবাল, হাসান নাসির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।