Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে জেলা বিএনপির বাসায় অবরুদ্ধ বিএনপি নেতারা, ডা: শাহরিয়ার কয়েছে লোদী সহ ২০ নেতাকর্মী আটক

সিলেট্ ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১০:০৩ পিএম

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসা ঘিরে রেখেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে ওই বাসার বাইরে পুলিশ অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তাঁর বাসার সামনে থেকে ৬ নেতাকর্মীকে এবং উপশহর থেকে ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে নগরীর বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি
আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন।


জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।’

তিনি বলেন, ‘ডা. শাহরিয়ার ও কয়েস লোদীসহ ৬ জনকে কাহের শামীমের বাসার সামনে থেকে আটক করেছে পুলিশ। এছাড়া উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে, আমার বাসার সামনে থেকে এবং বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে।’

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযান চলছে।’



 

Show all comments
  • শওকত আকবর ২৪ অক্টোবর, ২০১৮, ৯:৫৫ এএম says : 0
    আমি মনে করি সবাইকে সমাবেশ করতে দেওয়া উচিত|ইহাই গন্ত্রণএ||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ