নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিলেট-ঢাকা মেট্রো, রাজশাহী (২য় স্তর)
সিলেট ১ম ইনিংস : ৯৮ ওভারে ৩১২ (ইমতিয়াজ ৩১, শানাজ ৬০, জাকির ৫০, রাজিন ১০, কাপালী ২০, শাহানুর ৫৪, এনামুল ৫, আবু জায়েদ ২৬, খালেদ ১৮*, এবাদত ১১; শহিদুল ১/৫০, অনিক ২/৬১, সৈকত ১/২৫, সানি ২/৬৩, আসিফ ২/৪৩, আশরাফুল ২/৬৫)।
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৭৯ ওভারে ২৬৭/৮ (সাদমান ১৮, সৈকত ১৬, শামসুর ৬৩, মার্শাল ৭৪, আশরাফুল ১৪, মেহরাব ৬, জাবিদ ৩৯*; আবু জায়েদ ০/৭১, এবাদত ০/২২, খালেদ ৪/৬৯, শাহানুর ২/৪২, এনামুল জুনিয়র ১/৫৭)।
ঢাকা-চট্টগ্রাম, কক্সবাজার (২য় স্তর)
ঢাকা ১ম ইনিংস : ২৮৮।
চট্টগ্রাম ১ম ইনিংস : ২২৩/৮ (সাদিকুর ১৪, পিনাক ২২, মুমিনুল ০, ইয়াসির ৬০, তাসামুল ১৫, মাহিদুল ৪০, ইফতেখার ৪৬, নাঈম ১৬*, শাখাওয়াত ০*; শাহাদাত ১/২৯, শাকিল ১/৩৯, শুভাগত ১/৫২, মোশাররফ ২/৫১, তাইবুর ১/৩৮, সাইফ ১/৯)।
খুলনা-রাজশাহী, খুলনা (১ স্তর)
খুলনা ১ম ইনিংস : ৯১ ওভারে ৩০৯ (আগের দিন ৮১ ওভারে ২৮১/৭) (জিয়াউর ৪৩, মইনুল ১৩, আল-আমিন ৭, রবিউল ২*; শফিউল ৩/৬১, ফরহাদ রেজা ৩/৫৪, মুক্তার ১/৪৩, ফরহাদ হোসেন ০/১৬, সানজামুল ৩/৭৩, মায়শুকুর ০/৯, সাব্বির ০/৬)।
রাজশাহী ১ম ইনিংস : ৭০ ওভারে ২০২/৫ (মাইশুকুর ১৪, মিজানুর ৪৩, জুনায়েদ ৪৭, ফরহাদ হোসেন ৫৬, জহুরুল ১৫, সাব্বির ১৬*; আল-আমিন ২/৬২, মইনুল ১/২৮, সৌম্য ২/৪১)।
রংপুর-বরিশাল, রংপুর (১ম স্তর)
রংপুর : ১৪৭ ও ৭৭/৩ (মারুফ ১০, রাকিন ৩০, মাহমুদুল ২৭*, শুভ ৬*; রাব্বি ০/১৪, মোসাদ্দেক ০/০, মনির ৩/১২, সোহাগ গাজী ০/২০)।
বরিশাল ১ম ইনিংস : ৫০ ওভারে ১৪৭ (আগের দিন ১৪ ওভারে ৩৫/২) (রাফসান ৪০, আল-আমিন ১৬, মোসাদ্দেক ৪, নুরুজ্জামান ১৮, রাব্বি ২৭, তাওহীদ ৪; সুবাসিশ ৫/৪৯, রবিউল ২/২৬, সঞ্জিত ০/৬, সাজেদুল ১/২২, তানবির ২/১৯)।
*দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।