Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সমাবেশের ব্যাপক প্রস্তুতি

জাতীয় ঐক্যফ্রন্টের আওয়াজ দেশময় ছড়িয়ে দিতে

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পূন্যভূমি সিলেট থেকে সমাবেশের মধ্যে দিয়ে মাঠ রাজনীতির শুভ সূচনা করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। অনেক নাটকীয়তার পর অবশেষে সমাবেশের অনুমতির লাভে সফলও হয়েছে তারা। আগামীকাল (বুধবার) সমাবেশের কাক্সিক্ষত দিনক্ষণ। জেলা, উপজেলায় চলছে সমাবেশের মাইকিং। সমাবেশ স্থলে স্টেইজ নির্মাণ শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) লিফলেট বিতরণের মধ্যে দিয়ে প্রচারণা চালাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ গতকাল দুপুরে পরিদর্শন করেছেন সংগঠনের স্থানীয় নেতারা। সেই মাঠের সমাবেশের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে নব বিপ্লবের প্রত্যাশায় উদগ্রিব সরকার বিরোধী রাজনীতিক কর্মী সমর্থকরা। তাই সমাবেশ ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনা ব্যাপক। সে কারণে এই সমাবেশের আওয়াজ ছড়িয়ে দিতে চান সর্বত্র সবখানে।
বৃহৎ পরিসরে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠের এ জনসভা দেশের রাজনীতির গতি প্রকৃতির জন্য কেবল নতুন মাইলফলক রচিত হবে না, পাশাপাশি জনসমর্থনে সমৃদ্ধ বিএনপির নেতৃত্বকে গতিময় করে তুলছে আগে ভাগেই। ভাবনায় নতুন দোলা জাগিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে। হামলা মামলায় দিশেহারা নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এ দেশের অভিভাবক। দেশ ও আর্ন্তজাতিক পরিমন্ডলে তারা বহুল পরিচিত ও সমাদৃত। তাদের হাত ধরেই মূলত স্বাধীন বাংলাদেশের ইতিহাস। সেই নেতাদের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা শুরু করে প্রশাসন। এক পর্যায়ে নির্ধারিত ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি নাকচ করে দেয় সংশ্লিষ্টরা।
কিন্তু পরবর্তীতে ২৪ অক্টোবর সমাবেশ দিন নির্ধারণ করে অনুমতি চাওয়া হয় প্রশাসনর নিকট। অবশেষে রোববার ১৪ শর্তে অনুমতি দিতে বাধ্য হয়েছে প্রশাসন। কিন্তু কাগজে কলমে সমাবেশের অনুমিত লাভ না করলেও বাস্তবে অঘোষিত বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছিল দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে দিয়ে দেশব্যাপী নির্বাচনের প্রচারণা ও নিজেদের উত্থাপিত ৭ দফা দাবি আদায়ের কাজ শুরু করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা স্থানীয় নেতৃবৃন্দ গতকাল দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেছি। এই সমাবেশকে বৃহৎ ও স্মরনীয় করতে বদ্ধ পরিকর আমরা ।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জেলা বিএনপির সম্পাদক আলী আহমদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দেশ ও জনবান্ধব আওয়াজ সিলেট থেকে দেশময় ছড়িয়ে দিতে আমরা মহা আয়োজনের প্রস্ততি চালাচ্ছি। তিনি বলেন, অনুমতি নিয়ে টালবহনা কররেও প্রশাসনের শুভবোধের উদয় হয়েছে বলে তাদের ধন্যবাদ জানাই। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফর দেশ ও জাতয়র জন্য নব পরিবর্তনের বার্তা। ঐতিহাসিক সমাবেশ সফলে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের নেতাকর্মীরাও চাঙ্গা ও প্রত্যয়ী।
সিলেটের জনসভা সমন্বয় করবেন মো: শাহজাহান ও সুলতান মোহাম্মদ মনসুর
সিলেটের ২৪ তারিখের জনসভার কাজ সমন্বয় করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মো. শাহজাহানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য মনিরুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জগলুল হায়দার আফ্রিক, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান হাবিব, আ.ও.ম শফিক উল্লাহ, মমিনুল ইসলাম ও মোশতাক আহমেদ। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে গণফোরাম কার্যালয় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া মনিরুল হক চৌধুরীকে সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ