বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় নজরুল ইসলাম (৩০) ও মো. ইউসুফ (২২) নামের এ দুই শ্রমিক মারা যান। নজরুল পটুয়াখালীর মো. আবদুর রউফ এবং ইউসুফ বাগেরহাটের কচুয়ার এরলাকার মো. আল আমিনের পুত্র।
জানা যায়, মদুনাঘাট চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের এক মাস আগে ঢালাই করা একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুইজন শ্রমিক ভেতরে ঢোকেন পরিচর্যার জন্য। সেখানে জমে থাকা পানি দূষিত হয়ে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাস জমে যায়। ফলে অক্সিজেনের অভাবে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে বলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।