Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ সড়ক দিবস পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এতে বিভিন্ন সরকারি, বেসরকারি দফতরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থপনা গড়ে তুলতে সবাইকে সচেতন ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ী চালানোর দায়িত্ব কোনভাবেই দেয়া যাবে না।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় র‌্যালি। শেষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ, রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা, বিআরটিএ এর উপপরিচালক আশরাফুর রহমান, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেল এর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আব্দুল হান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শহরের বটতলা মোড়ে মানববন্ধনে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ এ জেড মোর্শেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজ আল মামুন, জেলা স্কাউটসের সম্পাদক আইয়ুব আলী, শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সহকারি কমিশনার মো: মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ লাখ শিক্ষার্থী ও শিক্ষক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেস্টুন প্রদর্শন করেছেন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক মিজানুর রহমান। পরে সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, সওজ এর নির্বাহী পরিচালক হামিদুল হকসহ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ -এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হারুন-অর-রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
ইবি রিপোর্টার জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট। র‌্যালীতে অংশগ্রহন করে নেতৃত্ব দেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।
রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা জানান, রামগড়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, ওসমনীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এক র‌্যালির আয়োজন করা হয়। এসময় ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।।
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, বিশ্বনাথে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
কালকিনি(মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলার এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রব পেসকার, উপস্থিত ছিলেন।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ স্কাউটস এর সহযোগিতায় এক র‌্যালী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতি, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামানসহ প্রমুখ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাপুরে আয়োজিত বিভিন্ন মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন অংশ নিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ