বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : কর্মরত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোঃ আব্দুর রাজ্জাকের উপর বর্বরোচিত হামলা ও তাকে রক্তাক্ত জখম করার ঘটনায় নরসিংদীর সরকারী-বেসরকারী হাসপাতালসহ সকল পর্যায়ে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক ডাক্তারই কর্মস্থলে সার্বক্ষণিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাজ করছে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতৃবৃন্দ। নিন্দা, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন’র (বিএমএ) সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগীর ও সাধারণ সম্পাদক ডা. মোঃ মোজাম্মেল হক কমল। বিএমএ’র নেতৃত্বে চিকিৎসকগন ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ ধারন করেছেন। গত রবিবার রাতে জেলা হাসপাতালে আয়োজিত হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের এক সমাবেশে এই নিন্দা জ্ঞাপন করা হয়। ব সভায় সভাপতিত্ব করেন ডা. এটিএম গোলাম দাস্তগীর। বক্তৃতা করেন জেলা হাসপাতালের আরএমও বিএমএ জেলা শাখার কোষাধ্যক্ষ ডা. মিজানুর রহমান, জেলা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক অপু। উপস্থিত ছিলেন নরসিংদীর বিএমএ সদস্য ও সিভিল সার্জন ডা. পুতুল রায়, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মহসীন উদ্দিন আহমেদ সেলিম, বিশিষ্ট গাইনোকলজিস্ট ডা. কাজী নাজমা এবং ডা. আব্দুস সামাদ।
উল্লেখ্য যে, গত রবিবার দুপুরে এলাকার কতিপয় সন্ত্রাসী সিরিয়াল ভঙ্গ করে ভিতরে ঢুকে ডা. আব্দুর রাজ্জাককে চিকিৎসা প্রদানের জন্য চাপ প্রয়োগ করে। সিরিয়াল ভঙ্গ করে ভিতরে ঢুকায় ডা. আব্দুর রাজ্জাক চিকিৎসা প্রদানে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধোর করে। এতে তিনি রক্তাক্ত যখম হয়। পরে হাসপাতালের কর্মচারীদের প্রতিরোধের মুখে ডা. রাজ্জাক প্রাণে রক্ষা পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।