Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচয় নিয়ে বিভ্রান্তি উপভোগ করেন কিরা নাইটলি

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দেখা যাচ্ছে অনেক মানুষই অভিনেত্রী কিরা নাইটলিকে কেইট উইন্সলেট থেকে শুরু করে ব্রিটনি স্পিয়ার্স পর্যন্ত অনেক তারকা বলে ভুল করে থাকে। স¤প্রতি ‘কোলেট’ তারকাটি ‘দ্য লেট লেট শো উইথ জেসম কর্ডেন’ টিভি অনুষ্ঠানে বলেছেন মানুষ তাকে মাঝে মাঝে ন্যাটালি পোর্টম্যান, কেইট উইন্সলেট বা অন্য আরও সব তারকাদের সঙ্গে গুলিয়ে ফেলে। “সবসময়ই এমন ঘটে। একবার এক বিমানবন্দরে আমাকে ন্যাটালি পোর্টম্যান মনে করে মানুষ পিছু নিয়েছিল। আবার এক পার্কে পিছু নেয় কেইট উইন্সলেট মনে করে। কয়েকজন আমাকে রেচেল ভাইস মনে করে তার স্বামী ড্যানিয়েল ক্রেইগের কাছে শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ করে। দারুণ।” আর, এখানেই শেষ নয়, তালিকা আরও বড়। সবচেয়ে বিস্মিত হয়েছি যখন লস অ্যাঞ্জেলেসে এক দোকানে আমাকে ব্রিটনি স্পিয়ার্স বলে ভুল করা হয়। সেখানে আমার একটি ছবিতে ব্রিটনি স্পিয়ার্স লেখা ছিল।” “অন্যরা যেখানে এমন পরিস্থিতি অপমানজনক মনে করে, আমি তার বদলে বেশ উপভোগ করি। মানুষ আমাকে অন্য কারও সঙ্গে গুলিয়ে ফেললে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করি,” নাইটলি বলেন। অস্কার মনোনীত অভিনেত্রীটি ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘আনা কারেনিনা’ এবং ‘দি ইমিটেশন গেইমস’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। আগামীতে তাকে ডিজনির ‘দ্য নাটক্র্যাকার্স অ্যান্ড দ্য ফোর রিমস’ এবং গ্যাভিন হুডের ‘অফিসিয়াল সিক্রেটস’ ফিল্মগুলোতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিরা নাইটলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ