Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাসড়কে চলন্ত মোটরসাইকেল ফেলে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৮

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১:১৭ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের নির্জন স্থানে বাঁশ দিয়ে মটরসাইকেল ফেলে মারধর করে ছিনতাইয়ের চেষ্টাকালে ৮জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- সোলায়মন হোসেন, বাবুল হোসেন, আরমান, আবদুল হালিম উদ্দিন, মো. সোহান, মজিবর, মো. আলম ও মো. রুবেল।
আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানায়, মহাসড়কের পাশে নির্জন স্থানে তুরাগ নদীতে মাছ ধরার ভান করে বসে থাকে এই চক্রটি। পরে সুযোগ বুঝে পথচারী কিংবা চলন্ত মটরসাইকেলের চাকার ভিতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে ফেলে দেয়।
পরে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যায়। রাতে একই কায়দায় মজিবর রহমান ও রফিকুল ইসলামের চলন্ত মোটরসাইকেল ফেলে দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও টাকাসহ মূল্যমান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। আহত অবস্থায় মজিবর ও রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইয়ের চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ