Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরা সদরে বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাঙচুর লুটপাট

নির্বাচনী সহিংসতা

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মহিশাডাঙ্গা ও বিল আকছি গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় ২৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে মহিশাডাঙ্গা গ্রামে শওকত মেম্বার ও ইমদাদ মেম্বরের সমর্থক শিহাব ও ইয়ামিন এর মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। উভয়পক্ষ পরস্পরের বাড়িঘর ভাংচুর করে। এসময় মুক্তিযোদ্ধা মারুফ মোল্যার ৩ টি, জহুর মল্লিক, মোকদ্দেস মল্লিক, আরজেন্ট, মরজেনসহ বিভিন্ন ব্যাক্তির প্রায় ১০টি ঘর ও ৩টি হোটেল ভাংচুর করে প্রতিপক্ষরা।এ  সময় ব্যাপক লুটপাট হয়।  অপরদিকে বিল আকছি গ্রামের হাজি মছির এর সমর্থকরা আতর্কিত হামলা চালায় আজিজ মেম্বরের সমর্থকদের বাড়িতে। এ সময় ১১টি বাড়ি ও ৩টি দোকান ঘরে হামলা করে লুটপাট চালায় আক্রমনকারীরা। এতে আজিজ মেম্বরের সমর্থক ছলেমান মোল্যা গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরা সদরে বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাঙচুর লুটপাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ