Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২৫ বছরের আব্দুল কাদির কুরআন পড়েন চশমা ছাড়াই

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, চান্দিনা (কুমিল্লা) থেকে : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নিয়মিত কোরআন পাঠ করার কারণেই আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি অক্ষুন্ন রেখেছেন। ১২৫ বছরের বৃদ্ধা মো. আব্দুল কাদির বয়সের ভারে কাহিল হলেও চোঁখের দৃষ্টি শক্তি এখনো আগের মতই আছে বলে জানান কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরা পাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদির মিয়া।

১৮৯৩ সালে জন্ম। চশমা ছাড়াই কোরআন তিলাওয়াত করতে পারেন তিনি। তবে বর্তমানে বয়সের ভাড়ে চলাফেরা করতে না পারলেও দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ও কোরআন তিলাওয়াত করেন। ১৯১৮ সালে চান্দিনার একই ইউনিয়ন মহিচাইল গ্রামের মৃত হাছান আলী মুহুরির মেয়ে বানু বেগমের সাথে তার বিয়ে হয়। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে মো. কাশেম মারা যান। জামিরা পাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মো. আবুল হাসেম দৈনিক ইনকিলাবকে বলেন, আমার বাবা নিয়মিত নামাজ ও কোরআন পাঠ করেন। এখন বয়স হয়েছে বিছানায় শুয়ে নামাজ পড়েন। কোরআন হাতে নিয়ে বসতে পারেন না। তাই মাঝে মাঝে শুয়ে বালিশের উপর রেখে বা কেউ ওনার সামনে কোরআন ধরলে শুয়ে শুয়ে কোরআন পাঠ করেন। আমার বাবা যৌবন বয়স থেকে ওয়াজ মাহফিলের বক্ত ছিলেন। যেখানেই ওয়াজ মাহফিলের কথা শোনতেন পাঁয়ে হেঁটে ৫০/৬০ কিলোমিটার দূরে গিয়ে মাহফিল শুনে বাড়িতে ফিরে আসতেন। আব্দুল কাদির মিয়া আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে জানায়, আমি অনেক ভালো আছি। এখনো খালি চোখে পড়তে পারি। সবসময় আল্লাকে স্মরণ করি ও কোরআন পাঠ করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন পড়েন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ