Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোনের কলড্রপে ব্যবস্থা নেয়ার দাবি বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গ্রামীণ ফোনে কল করার সময় বারবার কলড্রপ হওয়ার ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তফা জব্বারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন।

গ্রামীন ফোনের কলড্রপের বিষয়টির অবতারণা করে তোফায়েল আহমেদ বলেন, বেসরকারি খাতে প্রথম ড. ইউনূসকে এই গ্রামীণফোন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইদানিং লক্ষ্য করছি আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি প্রতিবার কলড্রপ হয়। প্রতিটি কলে ৩/৪ বার কলড্রপ হয়। আমি বহুবার গ্রামীণফোন কর্মকর্তাদের কাছে জানিয়েছি। কোনো কাজ হয়নি।

আমরা অনেক সময় দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ কল করি। কিন্তু প্রতিবারই কলড্রপ হয়। এটা হতে পারে না। শুধুমাত্র ব্যবসার জন্য এভাবে কলড্রপ চলতে পারে না। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ