Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে পাসপোর্টসহ পাসপোর্ট দালাল চক্রের সদস্য আটক

গোয়ালন্দ(রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ২:৩২ পিএম

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কুন্ডুপাড়া এলাকায় নিজ বসত বাড়ী থেকে পাসপোর্ট দালাল নিতাই কুন্ডু (৫৮) কে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ সদস্যরা।
রবিবার দুপুরে ২৮ টি পাসপোর্ট, ১১ টি ভোটার আইডি কার্ড, নগদ ২৬ হাজার ৬শ’ টাকা, ৫১ বিদেশী ডলার ও বিপুল পরিমাণ পাসপোর্টের আবেদন ফর্মসহ তাকে আটক করা হয়।
আটককৃত নিতাই কুন্ডু খানখানাপুর কুন্ডুপাড়া এলাকার মৃত অরবিন্দ কুন্ডুর ছেলে এবং পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।
জানা গেছে, আটককৃত নিতাই কুন্ডুর বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে একটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি জামিনে বের হয়ে আবারও একই কর্মকান্ড চালাতে থাকেন।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, নিতাই কুন্ডু রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন দালাল। রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে আরও একটি মামলা দায়ের করা হবে বলে জানান মো. রইছ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসপোর্ট দালাল চক্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ