Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে জনসভার অনুমতি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:২৭ পিএম

সিলেটে জনসভার অনুমতি কেন দেয়া হবে না জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী। এ নোটিশ সকাল এগারটার দিকে ইন্টারনেটে এবং রেজিস্ট্রি ডাক যোগে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ নোটিশের যথাযথ জবাব না পেলে এ নিয়ে হাইকোর্টে রিট করবেন বলে এডভোকেট সুব্রত চৌধুরী জানান। তিনি বলেন, সভা-সমাবেশ করা যে কোন নাগরিকের সাংবিধানিক অধিকার। সভা করার অনুমতি না দেয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা শান্তিপূর্ণভাবে জনসভা করতে চাই। এর অনুমতি না দিয়ে সরকার আমাদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিচ্ছে। এটা হতে দেয়া যায় না। আমরা এর আইনি প্রতিকার চাইবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ