Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই মিয়ানমার ফেরত যাবে ৮ হাজার রোহিঙ্গা -ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি আশা প্রকাশ করে বলেছেন, প্রথম দফায় শিগগিরি ৮ হাজার রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের গ্রামে ফিরতে পারবে। মিয়ানমার জোরপূর্বক রোহিঙ্গাদের উচ্ছেদ করেছে উল্লেখ করে তিনি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেকার এই জটিল ইস্যুতে পাশে থাকার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১২তম এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) রাখা বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১২তম আসেম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবুল হাসান মাহমুদ আলি। তার বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল পরিচয় তুলে ধরেন। এসময় তিনি সামগ্রিক উন্নয়নের জন্য এশিয়া ও ইউরোপের স্থাপনা উন্নয়ন, প্রতিষ্ঠান ও মানুষের মধ্যে পার¯পরিক যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে আসেম সম্মেলনের ফাঁকে পররাষ্টমন্ত্রী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গাদের জন্য শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রোহিঙ্গা সংকটে সমর্থন দেওয়ায় আঁলা বেরসেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দুই দেশ প্রতিশ্রুবদ্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ