Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহাগ বাসের চালকসহ গ্রেফতার ৪২, ইয়াবা উদ্ধার

মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতকার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর মালিবাগে ২০ হাজার পিস ইয়াবাসহ আনিছুল হক দুলাল (৪৮) নামে সোহাগ পরিবহনের এক বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাব। সকাল ৭টার দিকে র‌্যাব-২ এর একটি দল মালিবাগের সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হাসপাতাল সংলগ্ন নবাবী খানাপিনা রেস্তোরার সামনে থেকে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা একত্রিত হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযানে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় আনিছুল হক দুলালকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আনিছুল র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবত সোহাগ পরিবহনের স্ক্যানিয়া গাড়ির চালক হিসেবে কক্সবাজার থেকে ঢাকায় যাতায়াত করে আসছে। বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে ইয়াবাসহ অন্যান্য মাদকের চালান বহন করতো। গতকালের চালানটি পৌছে দিতে পারলে ৮০ হাজার টাকা পেতেন তিনি।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪১ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৮০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯৯ গ্রাম ২১১০ পুরিয়া হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা, ২৭ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ