রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ ও যুবলীগের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে রায়পুর ইউনিয়নের গহিরা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো. সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আমিন শরীফ। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আ.লীগ নেতা হাজী নুর মোহাম্মদ, ইউপি সদস্য মো. ইসমাঈল, ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। ছাত্রনেতা আরিফুল ইসলাম শহীদ ও জেবল হোসেনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এম এ জব্বার, মো. ফোরকান, দিদার হোসেন, ইমরান হোসেন, ইয়াছিন আরাফাত, আনছার উদ্দিন ও হাসমত আলী প্রমুখ। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধান অতিথি বলেন, নিজ নিজ অবস্থান থেকে ছাত্রলীগ ও যুবলীগকে আরো শক্তিশালী করে এগিয়ে আসতে হবে। একাদশ সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে নৌকা প্রতীককে বিজয়ী করতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।