নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামীকাল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু সফরের। পরের দুটি ওয়ানডে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে। এরপর শুরু হবে সাদা পোশাকের লড়াই। প্রথম টেস্ট সিলেটে ৩ নভেম্বর থেকে। যেটি দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সেখান থেকে মিরপুরে পরের টেস্ট ১১ নভেম্বর থেকে।
আজ থেকে পাওয়া যাবে টিকিট। ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের গেটের আশপাশ থেকেও পাওয়া যাবে টিকিট। ইউক্যাশের মাধ্যমে টিকিট পাওয়া যাবে এ নম্বরে, *২৬৮#, কনফারমেসন মেসেজ পাওয়া পর ইউক্যাশের নির্দিষ্ট এজেন্টকে মেসেজ দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ওয়ানডেতে মিরপুরে টিকিটের সর্বোচ্চমূল্য ১০০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন বা নর্দান স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ৫০ টাকায় পাওয়া যাবে ইষ্টার্ন স্ট্যান্ডের টিকিট। টেস্টে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০ এবং সাউদার্ন বা নর্দান স্ট্যান্ডের টিকিট ৮০ টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ৫০ টাকায় মিলবে ইষ্টার্ন স্ট্যান্ডের টিকিট।
এদিকে সিলেটে প্রথমবারের মতো হতে যাচ্ছে টেস্ট ম্যাচ। অভিষেক টেস্টের টিকিটমূল্য ক্রয়ক্ষমতার মধ্যেই রেখেছে আয়োজকরা। সর্বোচ্চ ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিট মিলবে ২০০ টাকায়। এছাড়া ইস্টার্ন গ্যালারি ৮০, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রীন হিল এরিয়ার টিকিট মিলবে ৫০ টাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।