Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পতেঙ্গায় প্রতিমা বিসর্জন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এসময় পুণ্যার্থীর পদভারে মুখরিত সৈকত এলাকা। গতকাল বেলা ১১টা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়ে তা রাত পর্যন্ত চলে। নগরীর বিভিন্ন এলাকা থেকে ট্রাকে প্রতিমা নিয়ে যাওয়া হয় পতেঙ্গায়। এছাড়া নগরীর অভয়মিত্র ঘাট, কাট্টলী সৈকত, কালুরঘাট, সদরঘাট বাঁশঘাটা, ফিরিঙ্গিবাজার, পারকি সমুদ্র সৈকতসহ বড়পুকুর, দীঘি, খাল ও নদীতে দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়। পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত জানান, বিভিন্ন পূজা মন্ডপ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে ট্রাকবাহী প্রতিমা নিয়ে এসে পূণ্যার্থীরা একে একে বিসর্জন দিয়েছেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বিসর্জনে সার্বক্ষণিক সহযোগিতা করেছে পুলিশ। এবার চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় এক হাজার ৮২৫টি এবং নগরীর ২৫৫টি পূজামন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমা বিসর্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ