Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আ’লীগ নেত্রী সাবেক স্ত্রীর বিরুদ্ধে অসহায় স্বামীর ফরিয়াদ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে সাবেক স্ত্রী মহিলা লীগ নেত্রীর একের পর এক সাজানো মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন রবিউল ইসলাম রাজা নামে এক হতভাগ্য স্কুল-শিক্ষক স্বামী। গতকাল বুধবার দুপুরে বনপাড়া বাজারের জয় বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রবিউল ইসলাম রাজা কালিকাপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে ও বনপাড়ার এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক। সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম রাজা বলেন, তার সাথে ১৯৯৯ সালে বনপাড়ার মৃত সিরাজুল ইসলামের মেয়ে শরিফুন্নেসা শিরিনের বিয়ে হয়। শিরিন বনপাড়া পৌরসভার বর্তমান সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও বনপাড়া পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পর থেকেই শিরিন নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়লে রাজা বাধা দেওয়ায় তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে ২০১২ সালে প্রভাবশালী একটি মহলের ইন্ধনে শিরিন রাজার নামে একটি সাজানো অস্ত্র মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেন। দীর্ঘ সাত মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে বাড়ি এলে শিরিন তাকে স্বেচ্ছায় তালাক দেন। এর পরে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গেলে শিরিন তার সাবেক স্বামী রাজার বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ এনে মামলা দেন। আদালত রাজাকে অবৈধ অস্ত্র ও ইভটিজিংয়ের মামলা দু’টি থেকেই নির্দোষী খালাস দেন। তাতেও শিরিন ক্ষান্ত না হয়ে সরকারি দলের নেত্রী হিসাবে গত বছরের ১১ সেপ্টেম্বর মাদক আইনে আরো একটি মামলায় আসামি করে তাকে গ্রেপ্তার করান। এ মামলাটির চারজন স্বাক্ষীর সবাই মাদকের ঘটনায় রাজা জড়িত নন মর্মে আদালতে এফিডেভিট করে দিলে গত মঙ্গলবার তিনি সে মামলাতেও জামিন লাভ করেন। সাবেক স্ত্রীর একের পর এক মিথ্যা মামলায় রাজা সামাজিক, মানসিক ও আর্থিকভাবে পর্যুদস্ত হয়ে পড়েছেন। এ ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে রাজা স্বরাষ্ট্রমন্ত্রী ও নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন বলেও জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিএমএ’র নাটোর জেলা সহ-সভাপতি ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে রাজার সাবেক স্ত্রী শরীফুন্নেসা শিরিনের সাথে কথা হলে তিনি জানান, রাজার সাথে এখন তার আর কোনো সম্পর্ক নেই। এসব মামলার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ নেত্রী সাবেক স্ত্রীর বিরুদ্ধে অসহায় স্বামীর ফরিয়াদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ