বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : বিগত দুই মেয়রের আমলের সোয়া ৯ কোটি টাকার বিদ্যুৎ বিলের বোঝা নামতে শুরু করেছে যশোর পৌর পরিষদের মাথা থেকে। নবনির্বাচিত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ইতোমধ্যে বকেয়া বিলের ২ কোটি ১ লাখ ৫৮ হাজার ২৪৪ টাকা পরিশোধ করেছেন। মঙ্গলবার মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন লিমিটেড (ওজোপাডিকো লি.) যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলমের কাছে বিলের চেক তুলে দেন।
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত যশোর পৌরসভার ৩১টি পানির পাম্প ও ৯ হাজার ৫০০ সড়ক বাতি ব্যবহার করে ৯ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এর মধ্যে এ টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে। দায়িত্ব নেয়ার মাসখানেকের মধ্যে বকেয়া দেনা পরিশোধের এই উদ্যোগকে সাহসী ভূমিকা হিসেবে মনে করছেন পৌরবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।