Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার উন্নয়নের পোস্টার লাগে না -ভূমিমন্ত্রী

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ৩:৫০ পিএম

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশে শেখ হাসিনার উন্নয়নের চিত্রের জন্য পোস্টার লাগে না। তাঁর উন্নয়নের পোস্টার হলো দৃশ্যমান রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বিদ্যুৎ। যে রাস্তা দিয়ে আপনারা অনায়াসে দ্রুত যাতায়াত করতে পারছেন, এটা হলো জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, যে ব্রীজ দিয়ে নদী, খাল, বাওড় অনায়াসেই পাড় হচ্ছেন তাই হলো শেখ হাসিনার উন্নয়ন, ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ্বলছে তাও শেখ হাসিনার উন্নয়ন। প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এসব কিছুই শেখ হাসিনার উন্নয়ন। জামায়াত-বিএনপি’র আমলে এসব কাঁচা রাস্তা দিয়ে গুরুতর অসুস্থ রোগী নিয়ে যাওয়া আসা, আইন-শৃংখলা বাহিনী, প্রশাসনের লোকজনের যাতায়াত করা প্রায় অসম্ভব ছিল । আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এখন গাড়িতে চড়ে দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন সবাই। ভূমিমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামি সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, গণমানুষের নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।
বৃহষ্পতিবার সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ।
লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভঅপতি চন্দন কুমার চক্রবর্তী, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, পাবনা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ