Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় পল্লী বিদ্যুতের মেসেঞ্জারদের কর্মবিরতি

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়ায় মিটার রিডারদের (ম্যাসেঞ্জার চার দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটিয়া পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের সামনে মিটার রিডারদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পটিয়া সদর অফিসের ম্যাসেঞ্জার মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জোনের মোস্তফা কামাল, মিজানুর রহমান, বোয়ালখালীর পলাশ, মাসুদ রানা, আনোয়ারার সাইদুল, লোহাগাড়ার নুর সামাদ, সুজন দে প্রমুখ। সভায় বক্তারা বলেন, তাদের চার দফা দাবি যথাক্রমে- চাকরি নিয়মিতকরণ, কাজের চাপ কমানো, চাকরিচ্যুত ম্যাসেঞ্জারদের চাকরিতে পুনর্বহাল ও নতুন ম্যাসেঞ্জার নিয়োগ দিতে হবে। প্রতি ম্যাসেঞ্জার পূর্বে দুই হাজার রিডিংয়ের কাজ করত। বর্তমান তা বৃদ্ধি করে চার হাজারের অধিক করেছে। যার কারণে কাজের চাপ বৃদ্ধি করার ফলে সম্প্রতি বাঁশখালী জোনে ইকবাল নামের একজন ম্যাসেঞ্জার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। দাবি না মানা পর্যন্ত তারা লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান।

এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জিএম বিদেশে অবস্থান করায় তার পরে এজিএম (এইচআরএম) হেদায়েত উল্লাহ জানান, ‘কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে পাঁচজন ম্যাসেঞ্জার নিয়োগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে। চুক্তিভিত্তিক চাকরি হওয়ায় চাকরি নিয়মিত করার সুযোগ নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুত

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ জানুয়ারি, ২০২৩
১০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ