Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফয়সালের চিকিৎসায় সাহায্যের আবেদন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

হোসাইন মো: ফয়সাল (২৭), পিতা-মরহুম এজাহার মিয়া, মাতা-দিলরুবা খানম রুবি,মরহুম সামশুল আলম চেয়ারম্যানের বাড়ী, জাফতনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা বাবরের বাড়ী ৭নং ওয়ার্ড রাউজান পৌরসভা। ছেলেটি মেধাবী, বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে একটি মেডিকেলে জীবন মৃত্যু নিয়ে বেডে কাতরাচ্ছে। ফয়সালের মামা ফখরুল ও খালাত ভাই এস এম জাহেদ উল্লাহ ফারহান জানান প্রথমে থেরাপি দিয়ে কন্ডিশন ঠিক করে তারপর অপারেশনের জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকা। তারা জানান প্রায় একমাস আগে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ফয়সালের ফুসফুসে টিউমার পাওয়া যায়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ ফয়সালকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।পরবর্তীত ফয়সালকে ভারতের চেন্নাইয়ের সিএমসি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানে নতুন করে সব পরীক্ষা-নিরীক্ষা করা হলে ফুসফুসের টিউমারের সাথে ক্যান্সারও ধরা পড়ে ফয়সালের। দিন যত গড়াচ্ছে ফয়সালের শারীরিক অবস্থার অবনতি হতে চলছে। তার শ্বাস কষ্ট নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। ভারতে প্রতিদিন খরচ হচ্ছে হাজার-হাজার টাকা। মা আর চার বোনকে নিয়ে ফয়সালদের সংসার। মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত মেধাবী ফয়সাল অল্প বয়সেই চাকুরীজীবি বাবাকে হারান। ফয়সালের দুই যমজ বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে অধ্যায়নরত। সংসার যার উপর নির্ভর করে আগানোর কথা সে উপার্জন ক্ষমতা ব্যাক্তি নিজেই জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। এ মুহুর্তে বিত্তবান সহ সকলের নিকট ছেলেকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন অসুস্থ ফয়সালের মা দিলরুবা খানম।
সাহায্য পাঠানোর ঠিকানা
দিলরুবা খানম (মাতা), হিসাব নং- ১৮৪২১০৯০০২০০৬৯ প্রাইম ব্যাংক লিমিটেড,অক্সিজেন শাখা, চট্টগ্রাম। বিকাশ নং-০১৮৩৫১৯২৩৫৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহায্য


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ