বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠক আগামী ২২-২৪ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত হবে। বৈঠকে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযমের নেতৃত্বে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি, আইসিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এতে বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সিআইএস-বিসিসিআই-এর (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেস্টস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) প্রেসিডেন্ট মোঃ হাবীব উল্লাহ ডন যোগ দেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি, ব্যাংকিং লেনদেন, তথ্য-প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, সামদ্রিক মৎস্য আহরণ ও পারস্পরিক বৈদেশিক বিনিয়োগ সুবিধার বিভিন্ন খুঁটিনাটি দিক আলোচিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।