Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক বসছে ঐক্যফ্রন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১১:৪৩ এএম
আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরবেন জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে ঐক্যফ্রন্ট কূটনীতিকদের সম্মানে একটি চা চক্রের আয়োজন করেছে। বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।
 
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
 
তিনি বলেন, আগামী ২৭ অক্টোবরে চট্রগ্রামে, ৩০ অক্টোবরে রাজশাহীতে জনসভা করবে ঐক্যফ্রন্ট। এছাড়াও সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন নেতারা।
 
মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক অবস্থায় আমরা এসব কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকছি। পরিস্থিতি বুঝে পরে কর্মসূচি ঠিক করা হবে। আর এসব কর্মসূচির সমন্বয় করবেন লিয়াজোঁ কমিটি। আর এই কমিটির বিস্তারিত আগামীকাল জানানো হবে।
 
তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টে গণতান্ত্রিক সকল দলের জন্য দরজা এখনও খোলা আছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ