বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সরকারি কর্মকর্তাদের উচ্চাবিলাসী ও আবেগপ্রবণ না হয়ে যুক্তিনির্ভর বাস্তবমুখী চিন্তা করার পরামর্শ দিয়ে বলেছেন, সবাইকে জনকল্যাণে কাজ করতে হবে। তিনি গতকাল (বুধবার) কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্পোরেশনের সচিব মো. আবুল হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও রাজস্ব বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা নাছির উদ্দীন। এতে কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে মেয়র বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমানের হাতে ফুল এবং উপহার তুলে দেন। উল্লেখ্য ড. মুস্তাফিজুর রহমানকে কাতারে কাউন্সিলর (শ্রম) পদে বদলী করা হয়েছে।
মেয়রের নতুন একান্ত সচিব : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একান্ত সচিব হিসেবে যোগদান করেছেন সিনিয়র সহকারী সচিব মুফিদুল আলম। তিনি সর্বশেষ বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। মুফিদুল আলম ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত একজন কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।