Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি মোজাম্মেল হকের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো.মোজাম্মেল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানা যায়। এরপর শনিবার বাদ আসর ১৫১ উত্তর বাড্ডা মরহুমের কুলখানী অনুষ্ঠিত হবে। নামায়ে জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আইনজীবী সমিতির সভিাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা জানাজায় অংশ নেন।
বিচারতি মো. মোজাম্মেল হক বুধবার ভোর ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত কারণ ছাড়াও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বিচারপতি মোজাম্মেল হক ১৯৩৫ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণসারা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের সনদ এবর্ং আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান এবং ২০০০ সাল পর্যন্ত বিচারপতি ছিলেন। ২০০০-০৭ পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি মোজাম্মেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ