Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তুমবাদ’ আয়ে ও প্রশংসায় এগিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

গত শুক্রবার ‘হেলিকপ্টার ইলা’, ‘তুমবাদ’, ‘জেলেবি’, ফ্রাইডে’, এবং ‘মাল রোড দিল্লি’ ফিল্ম পাঁচটি মুক্তি পেয়েছে। এতোগুলো ফিল্ম একসঙ্গে মুক্তি পেলে যা হবার তাই হয়েছে। দর্শকরা হয়েছে বিভ্রান্ত আর কোনও ফিল্মই সন্তোষজনক আয় করতে পারেনি। এরপরও ‘হেলিকপ্টার ইলা’, ‘তুমবাদ’, ‘জেলেবি’ আয় হোক বা প্রশংসায় কিছুটা অর্জন করতে পেরেছে। ড্রামা ফিল্ম ‘হেলিকপ্টার ইলা’ নিয়ে কিছু প্রত্যাশা ছিল সবার প্রথম দুদিনের আয়েই সেই আশা নিভে গেছে। প্রদীপ সরকারের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজল, ঋদ্ধি সেন, নেহা ধুপিয়া, টোটা রায় চৌধুরী, অতুল কুলকার্নি, মুকেশ ঋষি এবং অতিথি ভূমিকায় অমিতাভ বচ্চন। প্রথম দিন ফিল্মটির আয় ৮৫ লাখ রুপি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ২.৫ কোটি রুপি। গড় প্রশংসা পেয়েছে ফিল্মটি। হরর ফিল্ম ‘তুমবাদ’-এর অবস্থা প্রথম দিনে ছিল আরও শোচনীয় তবে দ্বিতীয় দিনেই ফিল্মটি কিছুটা খেই ধরতে সক্ষম হয়। রাহি অনিল বার্বের পরিচালনায় অভিনয় করেছেন সোহাম শাহ, হরিশ খান্না, রঞ্জিনী চক্রবর্তী, অনিতা দাতে, মোহাম্মদ সামাদ, জয়তি মালশে এবং দীপক দামলে। প্রথম দিনের আয় ৬৫ লাখ রুপি, পরের দিনের আয় ১.১৫ কোটি রুপি। রবিবারের – কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৩.২৫ কোটি রুপি। ফিল্মটি গড়ের চেয়ে ভাল প্রশংসা পেয়েছে। ‘আন্ধাধুন’ ফিল্মটির আয় ৪০ কোটি রুপি ছাড়িয়েছে; ফিল্মটি হিট হিসেবে স্বীকৃতি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম

২১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ