Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটু‌রিয়ায় বা‌সে নারী পোষাক শ্র‌মিক‌কে ধর্ষন চেষ্টা, চালক অাটক

সাটু‌রিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১:০২ পিএম

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় পোষাক কারখানার শ্র‌মিক প‌রিবহ‌নের বা‌সে নারী পোষাক শ্র‌মিক‌কে ধর্ষ‌নের চেষ্ঠার ঘটনা ঘ‌টে‌ছে।
এ ঘটনায় পু‌লিশ অ‌ভিযুক্ত বাস চালক‌কে অাটক ক‌রে‌ছে।
মঙ্গলবার রাত ১১ টার দি‌কে সাটু‌রিয়া মা‌নিকগঞ্জ সড়‌কের ধূল্ল্যা এলাকায় এ ঘটনা ঘ‌টে।
অাটক হওয়া বাস চালক সাটু‌রিয়া উপ‌জেলার বা‌লিয়‌া‌টি চরপাড়া গ্রা‌মের মো: রইজ উদ্দিনের পুত্র জামাল মিয়া (৩৫)।
অার ওই নারী পোষাক শ্র‌মিক ধামরাই‌য়ের বাথুলী এলাকার কিউ‌টেক্স নামক পোষাক কারখানায় কাজ ক‌রে। তার বা‌ড়ি সাটু‌রিয়া সদর ইউনিয়‌নের এক‌টি গ্রা‌মে।
ওই নারী পোষাক শ্র‌মিক জানায়, মঙ্গলবার রাত ১০ টার অ‌ফিস শেষ হওয়ার পর পোষাক কারখানার শ্র‌মিক প‌রিব‌নের ওই বা‌সে ক‌রে তারা ধামরাই থে‌কে সাটু‌রিয়া অাসার প‌থে ধূল্ল্যা এলাকায় বা‌সে থাকা সে ছাড়া অার অন্যান্য সকল শ্র‌মিক নে‌মে যায়। প‌রে কিছুদুর গি‌য়ে চালক বা‌সের সকল বা‌তি বন্ধ ক‌রে দি‌য়ে তাকে নির্যাত‌নের চেষ্টা ক‌রে। প‌রে ওই নারী চাল‌কের পা‌য়ে ধ‌রে মাপ চে‌য়ে কাউকে ঘটনা জানা‌বে না শ‌র্তে চাল‌কের হাত থে‌কে মু‌ক্তি পায়। প‌রে সে সাটু‌রিয়া বাজার ব্রীজ এলাকায় বাস থে‌কে নে‌মে, তা‌কে নি‌তে অ‌পেক্ষায় থাকা তার বাবার কা‌ছে ঘটনা‌টি জানায়।
সাটু‌রিয়া থানার এসঅাই মো: জা‌কির জানায়, পোষাক কারখানার শ্র‌মিক প‌রিবহ‌নের বা‌সে নারী পোষাক শ্র‌মিক‌কে ধর্ষ‌নের চেষ্ঠার অ‌ভি‌যোগ পাওয়ার পর সাটু‌রিয়া বাজার থে‌কে অ‌ভিযুক্ত চালক জামালকে অাটক করা হয়।
সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত (ও‌সি) ‌মো: অা‌মিনুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানায়, এ ঘটনায় পোষাক কারখানার ওই নারী শ্র‌মিক বাদী হ‌য়ে বুধবার সকা‌লে সাটু‌রিয়া থানায় ধর্ষন চেষ্টার অ‌ভি‌যো‌গে ৯/৪খ ধারায় মামলা দা‌য়ের ক‌রে‌ছে। মামলা নম্বর ১৪।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ