Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই পুঁজিবাজারে সুচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। সোমবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৭৫ পয়েন্ট। এর ফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬২৯.৮৯ পয়েন্টে।
আর এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪০ কোটি ২৪ লাখ টাকা।
প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। ৯.৭১ শতাংশ দর বেড়ে লেনদেনের শীর্ষে রয়েছে ইনটেক অনলাইন। বেলা সাড়ে ১২টায় এ কোম্পানির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ১৪.৭ টাকা। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের দর ৮.৮৭ শতাংশ বেড়ে ১৮.৪ টাকায় ও তৃতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের দর ৮.০৯ শতাংশ বেড়ে ১২২.৯ টাকায় লেনদেন হচ্ছিল।
লেনদেনের শীর্ষে রয়েছে সাইফ পাওয়ারটেক। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকার শেয়ার। ১০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্টের লেনদেনের পরিমাণ হচ্ছে ৯ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইফাদ অটোস, আইটি কনসালটেন্টস, এমারল্ড অয়েল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ১০.০২ পয়েন্ট বেড়ে ৮৬৬৩.৫২ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তীত রয়েছে ২৬টির দর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই পুঁজিবাজারে সুচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ