Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে অপারেশন গর্ডিয়ান নট

সোয়াটের অভিযানে নিহত ২ : বোমাসহ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে শেখেরচরের বাড়িতে সোয়াটের অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’ চলছে। অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাড়ির ভিতর থেকে গুলির শব্দ পাওয়া গেলে অভিযান শুরু করে পুলিশের সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। বেলা দেড়টা পর্যন্ত তা চলছে বলে জানান পুলিশের মহা পরিদর্শক জাবেদ পাটোয়ারী। সোমবার রাত ৯ টার পর থেকে বাড়ি দুটি ঘেরাও করে রাখা হয়। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির দুটির আশপাশ এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার বিকেলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মধ্যরাত থেকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও নরসিংদী জেলা পুলিশের সমন্বিত দল বাড়ি দুটি ঘেরাও করে রাখে। সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়েছে। সোয়াট সদস্যরা মঙ্গলবার ভোরের দিকে এসে পৌঁছে। আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাংপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে সাত তলা একটি ভবন। এ ভবনের ৭ম তলায় অন্তত দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকার চেয়ারম্যান বাড়ি সড়কে ব্যবসায়ি বিল্লাল মিয়ার পাঁচ তলা একটি ভবন। এ ভবনের ৩য় তলায় অন্তত দুই জন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন। গত বছরের ৭ নভেম্বর বিল্লাহ মিয়ার বাড়ির ৩য় তলার এ ফ্ল্যাট স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে ভাড়া দেয়। তাদেরকে এ বাড়িতে নিয়ে আসার অপরাধে ভগিরথপুর এলাকার নূরুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে এলাকাবাসীর সার্বিক নিরাপত্তায় বাড়ী দুটির আশপাশে এলাকার ৫০০ গজের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা ঘোষণা করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযানের পূর্বে বাড়ী দুটির অন্য ভাড়াটিয়াসহ এলাকাবাসীকে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশের অ্যাম্বুলেন্সসহ একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
অভিযান পরিচালনার জন্য সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা জেএমবির আস্তানা দুটি ঘেরাও করে রেখেছি। দুটি বাড়িতে কমপক্ষে নারী পুরুষসহ ৫ জঙ্গি রয়েছে বলে আমাদের ধারণা। গোয়েন্দা তথ্যে তাদের কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানতে পেরেছি।’
বেলা সোয়া ১১টার দিকে শেখেরচরের বাড়ীটির ভিতর থেকে গুলির শব্দ পাওয়া গেলে অভিযান শুরু করে পুলিশের সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি পাল্টা গুলির শব্দ পাওয়া যায়। এ অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন গর্ডিয়ান নট’।
বেলা দেড়টা পর্যন্ত অপারেশন চলেছে বলে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের জানান। তিনি এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ী দুটি ঘেরাও করে রাখে পুলিশ। অভিযানের আগে বাড়ীর ভিতরে থাকা নব্য জিএমবি সদস্যদের আত্মসমর্পনের আহবান জানানো হয়। তিনি বলেন, ‘জেএমবি সদস্যরা সোয়াট টিমের সদস্যদের চাইতে সুবিধাজনক অবস্থানে থাকায় অপারেশন শেষ করতে একটু সময় লাগছে। অপারেশন চলছে চলবে।’ এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী ও ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বিকেল ৪ টায় মনিরুল ইসলাম অপর এক প্রেস ব্রিফিংয়ে জানান, অভিযানে বাড়ির ভিতরে থাকা ২ নব্য জঙ্গি সদস্য নিহত হয়েছেন এর মধ্যে একজন নারী রয়েছে। অপরদিকে মাধবদীর গাংপাড়ের বাড়িটি পুলিশ ঘেরাও করে রেখেছে। তবে জঙ্গিদের পরিচয় পাওয়া যায়নি। চারটি বোমাসহ একটি ক্ষুদ্রাস্ত্র উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ