Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাশ পরিবহনই যার কাজ

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, চান্দিনা (কুমিল্লা) থেকে : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ডোনার সরাত আলী (৫০) গত ৩০ বছর ধরে লাশ টানেন। এ পর্যন্ত হাজারেরও বেশি লাশ টেনেছেন ওনি। দাউদকান্দি থেকে কুমিল্লায় লাশ আনা, ময়না তদন্ত শেষে তা দাফন বা আত্মীয়কে লাশ পৌঁছে দেয়া তার কাজ। প্রতি লাশ বাবদ পায় পাঁচ থেকে ছয় শ’ টাকা, খরচ বাদ দিয়ে থাকে এক বা দুইশ’ টাকা। এছাড়াও থানা থেকে সামান্য যে টাকা দেয় তা দিয়ে চালিয়ে যাচ্ছে তার সংসার। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাহাপারা গ্রামে তার ঠিকানা। সরাত আলীর ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে তার সংসার।
সরাত আলী দৈনিক ইনকিলাবকে বলেন, নিজ এলাকায় দিন মজুরের কাজ করতেন। লোকমারফত জানতে পারে দাউদকান্দি থানায় লাশ টানার জন্য একজন লোক খুঁজছে। তখন সরাত আলী থানায় যোগাযোগ করে লাশ টানার কাজে নিয়োজিত হয়। এরপর থেকেই সে দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনা, বিষ খেয়ে আত্মহত্যা, ধর্ষণ করে হত্যা, ফাঁসি, পরিচয় বিহীন লাশ, খুন হওয়া মানুষ ভ্যানে করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় আনা তাদের কাজ। এই কাজ যারা করে তাদের বলা হয় ডোনার। সরাত আলী এ পর্যন্ত হাজারের অধিক লাশ বহন করেছেন। গত ৩০ বছরের বেশি সময় ধরে সে এ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ পরিবহন

১৭ অক্টোবর, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ