Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কাল মুক্তি পাচ্ছে ‘বাগি’

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আগামীকাল একক চলচ্চিত্র হিসেবে ‘বাগি’ মুক্তি পাচ্ছে।
নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্ট এবং ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘বাগি’। সাজিদ নাদিয়াদওয়ালা এবং সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত চলচ্চিত্রটি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ষম’ নামের তেলুগু চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হয়েছে। প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, সুধীর বাবু এবং পরশ অরোরা; এটি টাইগারের দ্বিতীয় চলচ্চিত্র। সাব্বির খান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এর সঙ্গীত পরিচালনা করেছেন মিত ব্রাদার্স, আমাল মালিক, অঙ্কিত তিওয়ারি এবং মাঞ্জ মিউজিক। রনি নামের এক দুরন্ত তরুণের গল্প, বদমেজাজের জন্য তাকে এক বিশেষ প্রতিষ্ঠানে ভর্তি করাবার পর সেখানে তারই মত তরুণী সিয়ার সঙ্গে তার অন্তরঙ্গতা হয়, রাঘব নামের আরেক তরুণ সিয়ার প্রেমে পড়ে। কয়েক বছর পর রনি জানতে পারে সিয়া অপহৃত হয়েছে। তাকে উদ্ধার করতে সে থাইল্যান্ড গেছে সেখানে সে আবার রাঘবের মুখোমুখি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল মুক্তি পাচ্ছে ‘বাগি’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ