Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গ ও প্রতিবেদকের বক্তব্য

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গত ১২ অক্টোবর দৈনিক ইনকিলাবের ৯ এর পৃষ্টায় ২ ও ৩ এর কলামে ‘শ্রীপুর ডিগ্রি কলেজে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি তদন্তে শিক্ষা অধিদপ্তর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা। প্রতিবাদ লিপিতে সংবাদটি ভিত্তিহীন মনগড়া এবং উদ্দেশ্য প্রনোদিত উল্লেখ করে সংবাদ প্রকাশে পাঠকদের মনোকষ্টের কারণ হয়েছে বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটির কোথাও প্রতিবেদকের নিজস্ব বক্তব্য নেই। উক্ত কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিভিন্ন দুর্নীতি ও নিয়োগে অনিয়মের অভিযোগে করে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। উক্ত আবেদনের অভিযোগ উপস্থাপন করে সংবাদটি তৈরী করা হয়েছে। তাছাড়া যে সব বিষয় সংবাদে উপস্থাপন করা হয়েছে তার কোনটি মিথ্যা নয়। যার যথেষ্ট প্রমান প্রতিবেদকের হাতে রয়েছে। আবেদনকারীদের বকেয়া বেতন দেয়া হয়নি, কলেজের গাছ বিক্রি করা হয়েছে, অধ্যক্ষ হিসেবে আবেদন করার যোগ্যতা তার নেই, ২৫ জন শিক্ষক নিযোগ দেয়া হয়েছে যার ১৫ জনের শিক্ষক নিবন্ধন সনদ জাল এ সব বিষয় আবেদনে উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে তাকে সাক্ষাতে প্রশ্ন করা হলেও তা তিনি অস্বীকার করেছেন। ইতোপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিকে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে যার কোন প্রতিবাদ করা হয়নি। অতএব সংবাদটি বস্তনিষ্ট ও সঠিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত সংবাদ

১৫ জানুয়ারি, ২০২২
১১ ডিসেম্বর, ২০২১
২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ