বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর ব্যুরো : সেনবাগে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়াÑপাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা জজ কোর্টের ৪নং আমলী (সেনবাগ-চাটখিল) আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সিরাজ উদ্দিন ইকবাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত নেতারা হলো, সেনবাগ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, বিএনপি নেতা বেলাল হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম।
আদালত সূত্র জানায়, দুপুরে সেনবাগ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৭ নেতাকর্মী জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করতে আসলে বিজ্ঞ আদালত শুনানির পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনবাগ বাজারে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।