Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ক্বিরাত সংস্থার প্রেসিডেন্টকে ঢাকায় সংবর্ধনা

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা’র সেক্রেটারি মিসরের ড. আহমাদ নাঈনাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ (বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউট)। গত রোববার দুপুরে ইনস্টিটিউট পরিদর্শনে এলে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলেক্ষ কিরাত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ৩ দিনের সফরে গত শনিবার তিনি ঢাকায় এসেছেন। সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্করা)-এর সদস্যবৃন্দ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ড. নাঈনা আর্ট অব রিসাইটেশন এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
রোববার রাতে ড. আহমাদ নাঈনা বসুন্ধরা কনভেশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক সুফী সম্মেলনে কুরআন তিলাওয়াত করেন। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে গতরাতে তার আন্তর্জাতিক সুফি সম্মেলনে তিলাওয়াত করার কথা ছিল। আজ তিনি মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতেও তিনি একাধিক কুরআনের অনুষ্ঠানে তেলাওয়াতের জন্য ঢাকায় এসেছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব ক্বিরাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ