রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এ বছর চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। এ কারণে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ স্বপ্ন তাদের আর্থিক সচ্ছলতা এনে দিবে বলে আশা করছেন। কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে এবার প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে চীনা বাদাম। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৮ টন। কৃষকরা জানান, জমিতে বাদামের বীজ লাগানোর পর গাছ ধীরে ধীরে পরিপুষ্ট হয়ে ওঠে। এখন পরিপক্ক হয়ে উঠেছে। জমি থেকে বাদাম তুলছে কৃষকেরা। বাদাম চাষ করতে কোনো সার প্রয়োগ করা হয়নি। বিনা সারে বাদামের আবাদ করে কৃষকরা দারুণ খুশি। উপজেলার পূর্ব পাশে যমুনার চরে এ বছর বাদাম চাষ করেছেন সহস্রাধিক ক্ষুদ্র চাষি। বাদাম ছাড়াও ভুট্টা, গম এবং কালী বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, যমুনা নদীর বুকে জেগে ওঠা মাইজবাড়ী, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, শুভগাছা, কাজিপুর সদর, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর ইউনিয়নের ছোট-বড় ৩০/৩২টি চরের সাড়ে ৬শ’ হেক্টর জমিতে চীনা বাদাম চাষ হয়েছে। কাজিপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ বছর বাদামের ফলন ভালো হয়েছে। এছাড়া তেমন কোনো রোগবালাইও হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।