বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, র্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে গত ২১ জানুয়ারি শাবি শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারী নিহতের ঘটনায় দেশীয় আইনে সুষ্ঠু বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ ও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহŸায়ক শাহনেয়াজ পাভেল এর সভাপতিত্বে ও ‘আজ মুক্তমঞ্চে’র সভাপতি মাহিদুল ইসলাম রাতুলের পরিচালনায় বক্তব্য রাখেন দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন, মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি গিয়াস বাবু, শিকড়ের সভাপতি জেনিফার কাইয়ুম অমি ও জোটের সাবেক আহŸায়ক তুষার প্রমুখ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।