Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:৩১ পিএম

মতের মিল না হওয়ায় আবারো সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়।

মাহবুব তালুকতার নিজেই নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন।

জানা যায়, বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে নোট অব ডিসেন্ট দিয়েছেন তিনি। সভা শুরু হওয়ার মাত্র ১০ মিনিট পর সভা বর্জন করে বের হয়ে নিজের রুমে চলে আসেন এ কমিশনার।

এর আগে গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভাও নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করেছিলেন তিনি।



 

Show all comments
  • বেলায়েত হোসেন ২৯ জানুয়ারি, ২০২২, ৬:৫৬ এএম says : 0
    ধৈর্য এবং পরম সহিষ্ণুতার সাথে দায়িত্ব পালন করা দরকার। নইলে সাংবিধানিক পদের মর্যাদাহানি হয়। আজ্ঞাবহ এবং ধামাধরা কমিশন দেশ জাতি রাস্ট্র এবং সরকারের জন্যও কল্যাণকর নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ