বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার ইতনায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিস্টার মুন্সী রুহুল্লাহকে ২০ হাজার টাকা এবং মেয়ের বাবা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ জরিমানা করেন।
জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর গ্রামের সাহাদৎ মোল্যার ছেলে স্বপন মোল্যার সাথে লোহাগড়া উপজেলার পার-লংকারচর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলী খানমের(১৪) বিয়ে সম্পন্ন হয়।বাল্য বিয়ের বিষয়টি পূর্বাহ্নেই জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার বিয়েটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ অমান্য করে ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্টার রুহুল্লাহ গোপনে এ বিয়ে পড়ান।পরে বিয়ের ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকতা সত্যতা যাচাই শেষে উভয় পক্ষকে তার দপ্তরে হাজির করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্টার মুন্সী রুহুল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড এবং মেয়ের বাবা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদÐাদেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও বাল্যবিয়ের দায়ে ওই নিকাহ রেজিস্টার রুহুল্লাহকে ১৫ দিনের কারাদÐাদেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।