Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় সমাবেশ নভেম্বরে

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠক গতকাল রোববার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় নভেম্বরে ঢাকায় জাতীয় সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ১৯ সদস্যের জাতীয় সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জহীরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মাসউদুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী, মাওলানা নাসির উদ্দীন মুনির, অর্থ-সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়গরী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, যুববিষয়ক সম্পাদক মাওলানা তাফহীমুল হক প্রমুখ।

সভায় সকল দলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের শাসনে নাগরিকদের জান, মাল ও সম্মানের কোন নিরাপত্তা নেই। মানুষের মৌলিক অধিকারের সর্বশেষ বাক স্বাধীনতাও হরণ করা হয়েছে। এই সরকার সভা-সমাবেশে অন্যায়ভাবে অনুমতির নিয়ম জারি করে বিরোধী মতকে দমন করছে। নতুন করে আরো মৌলিক অধিকার হরণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে পত্রপত্রিকা ও ব্যক্তিগত পর্যায়ের বাক স্বাধীনতাটুকুও হরণ করছে। সভায় জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের তাফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সরকারের আজ্ঞাবহ বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ও পরে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েন করতে হবে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সকল উদ্যোগ বন্ধসহ ইভিএম ক্রয়ের জন্য সরকারি বরাদ্দ বাতিল করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন জানান, জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পাদক মণ্ডলির সভায় নভেম্বরে ঢাকায় জাতীয় সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ