Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ স্টার ইজ বর্ন

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ব্র্যাডলি কুপার পরিচালিত মিউজিকাল ড্রামা ‘আ স্টার ইজ বর্ন’। কুপার প্রধানত অভিনেতা; এটি তার পরিচালনায় প্রথম ফিল্ম। একই নাম ও কাহিনীতে এর আগে তিনবার (১৯৩৭,১৯৫৪ ও ১৯৭৬) চলচ্চিত্র নির্মিত হয়েছে।
একটি কনসার্টের পর কান্ট্রি তারকা জ্যাকসন মেইন (ব্র্যাডলি কুপার) একটি বারে ঢোকে পান করার জন্য। তরুণ নাইটক্লাব গায়িকা অ্যালি’ (লেডি গাগা) গান শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। পরিচিত হয়ে সে জানতে পারে অ্যালি গাইবার পাশাপাশি গানও লেখে। প্রতিভাবান হলেও সুন্দরী নয় বলে সে সাফল্য লাভ করতে পারে না। পরের দিন জ্যাকসন অ্যালিকে তার কনসার্টে আমন্ত্রণ জানায়। অনিচ্ছায় অ্যালি তাতে রাজি হয়ে যায়। জ্যাকসন মঞ্চে তাকে তার সঙ্গে গাইতে বলে। অ্যালি রাতারাতি সাড়া জাগিয়ে ফেলে। জ্যাকসন অ্যালির প্রেমে পড়ে যায়। অ্যালির জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি মদ ও মাদকে আসক্তির কারণে জ্যাকসনের ক্যারিয়ার পড়েতে থাকে। অ্যালি তাকে বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। নিজের যাত্রা অব্যাহত রেখে সে কি পারবে জ্যাকসনকে তার পতন থেকে রক্ষা করতে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার ইজ বর্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ