Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজাপুরে ২ জেলের ১ বছর করে কারাদণ্ড

রাজাপুর( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ৭:২৫ পিএম

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুইজেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার ইসলামাবাদ গ্রামের সহোদর জাহিদ হোসেন(২০) ও শরিফুল (১৮)পিতা কাছেম মোল্লা কে রোববার সকালে রাজাপুরের বিষখালি নদীতে মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন ও রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে। এ সময় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
বিশখালী নদীতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফরোজা বেগম পারুল তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পক্ষান্তরে ঝালকাঠি জেলা প্রশাসকের বরাদ দিয়ে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফেইজ বুকে জানিয়েছেন ২৮ অক্টোবর পর্যন্ত বিশখালী নদীতে কোন মাছ ধরার নৌকা থাকবে না,সকল নৌকা ইউনিয়ন চেয়্যারম্যানের
জিম্মায় থাকবে,এবং আইনেররপ্রতি শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য-বিশখালী নদীতে বৈরী আবগাওয়া উপেক্ষা করে -উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস অফিস,সহ রাজাপুর থানা পুলিশের দল।
ইউএন ও আফরোজা বেগম পারুল বলেন- বিষখালী নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান নদী মোটামুটি খালি এর মাঝেই এই ৬জনকে জাল ফেলার প্রস্তুতিকালে আমাদের হাতে আটক হয়,এবং মৎস সংরক্ষন আইনে দন্ড প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ