গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাকরাইলে একটি ভবনের পঞ্চম তলা থেকে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে রাকিবুল হাসান রিপনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
নিহতের বাবার নাম এম এ রফিক। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা।
নিহতের বড় ভাই লিটন জানান, সকালে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ভাই রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে রিপন গলায় ফাঁস দিয়েছেন তার কোনও কারণ বলতে পারেননি তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।