বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীর তীরে গড়ে তোলা হয়েছে একাধিক পিকনিক ষ্পট ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলোতে হাজার হাজার পর্যটকের ভিড় জমে। পর্যটকরা প্রকৃতির স্বাদ নিতে কাপ্তাই হ্রদে ভ্রমণ করেেত আসেন। ভ্রমণের মাধ্যম হচ্ছে ইঞ্চিনচালিত বোট ও হাতে চলা নৌকা। প্রতিদিন ট্যুরিস্টদের আগমন বাড়তে থাকলে তখন দৃষ্টিতে পড়ে ইউএনডিপি নামের এই প্রতিষ্ঠানের। পর্যটকদের সুবিধার্থে তারা পর্যটন শিল্প বিকাশে কাপ্তাইয়ে নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব শিল্প শিপ জোন। ফরাসী ও বাংলাদেশী দৈত নাগরিক ইবস্ মারে ও ইউএনডিপি (এনজিও) তিন পার্বত্য জেলা প্রধান কর্মকর্তা প্রসেন জিৎ চাকমার যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২৭ আগস্ট ১৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রাথমিক ভাবে পরিবেশ বান্ধব শিপ নির্মাণ শুরু হয়।
প্রকল্প কাজের শুরুতে স্থানীয় ভাবে প্রচুর সারা পেয়েছেন বলে জানালেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার মো. সালেক সিদ্দিক। তিনি বলেন, কাঠের সাম্পান, নৌকা, বোট নির্মাণে বনায়ন উজার করা হয়। কাঠের তৈরী বোট দীর্ঘদিন টেকসই হয় না। নির্মিত প্লাস্টিক ও পাইবার দিয়ে নির্মিত বোট, সাম্পান তৈরীর সামগ্রী সিঙ্গাপুর, মালোয়েশিয়া থেকে আমদানি করা হয়। কোম্পানির দক্ষ কারিগর দিয়ে নৌ যানবাহন ফিটিং করায় নির্মিত পণ্য কমপক্ষে ৪০ বছরেও কোন ক্ষতি হবেনা।
কাপ্তাই শিপ জোনে সাম্পান, কায়ার্ড, ওয়াটার বাইক, কর্ণফুলী মাল্টি, ইলেকট্রিক বাইক, স্প্রীড বোট, ডিটি ওয়াটার বাস, মাস ডরিস, ওয়াটার ইম্বুলেন্স নির্মিত হচ্ছে। প্রকল্পের সুপারভাইজার কৃতিস চন্দ্র রায় বলেন, প্রকৃতির সৌন্দর্য্যে ঘেরা কাপ্তাইয়ে পর্যটন বিকাশে ‘তাড়াতাড়ি শিপ কোম্পানি’ স্থানীয় অদিবাসী ও পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে টেকসই নৌ যানবাহন নির্মাণ করা হচ্ছে।
কোম্পানির কাপ্তাই শাখার ম্যানেজার দীপোজ্জল দেওয়ান বলেন, পর্যটন শিল্প বিকাশ ও পরিবেশের কথা বিবেচনা করে শিল্প নগরী চট্টগ্রাম থেকে কাপ্তাই উপজেলায় সবুজ পাহাড়ের কোল ঘেষে অত্যাধুনিক শীপ জোন করা হয়েছে। কাঠের তৈরী নৌ-যানবাহন নির্মাণে প্রচুর কাঠের প্রয়োজন হয়। লোকাল চাহিদা অনুপাতে নৌ-যানবাহন তৈরী করতে গিয়ে বনায়নের অনেক ক্ষতি হচ্ছে। এতে বনায়ন ধ্বংস হচ্ছে। নৌ-যানবাহন নির্মাণে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক ও পাইবার। যা খুবই টেকসই ও মজবুত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।