বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় বেসরকারি টিভির একমাত্র নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত তার সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেন মহামান্য হাইকোর্ট থেকে গত বৃহষ্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। এখনও অধরা রয়েছে মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নদীর সাবেক স্বামী রাজিব।
দীর্ঘ দেড়মাসেও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেননি। নিহত সাংবাদিক নদীর মা মর্জিনা খাতুন বাদি হয়ে শিল্পপতি আবুল হোসেন, তাঁর পুত্র রাজিব এবং কর্মচারী মিলনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে পাবনা থানায় একটি হত্যার মামলা দায়ের করেন। এই মামলার তদন্তভার পড়ে ডিবি পুলিশের উপর। ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা অরিবিন্দ সরকার ও সঙ্গীয় পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।