Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কিম সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে ইচ্ছুক : মুন

কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা আসছে দ্রুত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানিয়েছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে ইচ্ছুক। এ ছাড়াও খুব দ্রæত তিনি কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিবেন। শুক্রবার প্রকাশিত বিবিসির এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন মুন। ‘পূর্ণাঙ্গ’ পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জনে কিম জং উন সব পারমাণবিক অস্ত্র, উপকরণ এবং সুবিধাসমূহ ধ্বংস করতে ইচ্ছুক বলে জানান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। কিমের ইচ্ছা সম্পর্কে মুন বলেন, পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের দ্বারা তিনি অতিরিক্ত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ শুরু করা, তারপর পরমাণু অস্ত্র তৈরি ও ক্ষেপণাস্ত্র উন্নত করে এমন সুবিধাসমূহ এবং বিদ্যমান সব পারমাণবিক অস্ত্র ও উপকরণ ধ্বংস করাকে বুঝিয়েছেন। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় স্থবিরতা দেখা দিলে ইউরোপীয় নেতারা এগিয়ে আসবেন বলেও মন্তব্য করেন মুন। তিনিই গত কয়েক মাস ধরে ট্রাম্প ও কিমের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরেই তিনবার দেখা হওয়া কিম জং উনকে পারমাণবিক অস্ত্র ছাড়াতে কূটনৈতিক ‘বাধা ও দাগ’ পেরুতে হবে বলেও মন্তব্য করেন মুন। উত্তর কোরিয়া থেকে দক্ষিণে শরণার্থী হয়ে আসা পরিবারের সন্তান মুন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কিমকে ‘অকপট’ হিসেবেও অভিহিত করেছেন। ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা শিগগিরই আসছে বলে আশাবাদ ব্যক্ত করেন মুন। আনুষ্ঠানিক শান্তিচুক্তি হতে ‘কেবল সময়ের অপেক্ষা’, বলে মন্তব্য করেন তিনি। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধ অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হলেও, যুদ্ধ শেষের ঘোষণা দিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ