Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

নাটোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ (লীড ব্যাংক) এর আয়োজনে এনএস সরকারী কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক এ,কে,এম ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ বগুড়া জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মোস্তাফিজুর রহমান। তাছাড়াও বক্তব্য রাখেন এনএস সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সামসুজ্জামান, স্কুল ব্যাংকিং কনফারেন্সের আহ্বায়ক ও জনতা ব্যাংক এরিয়া অফিসের ডিজিএম তাপস কুমার সাহা, নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ব্যাবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম, নাটোর তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষয়িত্রী আফরোজা খাতুন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিসা গাওহার এবং সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র পিয়াস সাহা।

অনুষ্ঠান শেষে ২৫টি স্টল পরিদর্শন করা হয় ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক এ,কে,এম ফজলুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ