প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত’র যৌন হয়রানীর অভিযোগ প্রকাশিত হবার পর বলিউডের একটি কুৎসিত দিক প্রকাশিত হতে শুরু করেছে। একে একে অনেক নারী শিল্পী মুখ খুলতে শুরু করেছেন। স¤প্রতি অভিনেত্রী আমায়রা দাস্তুর জানিয়েছেন এই চলচ্চিত্র জগতে তিনি নারী ও পুরুষ উভয় দিক থেকেই এমন হেনস্তার শিকার হয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করার মত সাহস তার নেই। ‘ইসাক’ চলচ্চিত্রটি দিয়ে ২০১৩তে আমায়রার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি ‘মি. এক্স’, ‘কালাকান্দি’ এবং ‘কুংফু’ ইয়োগা’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। দক্ষিণ ভারতের অনেকগুলো চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। যৌন হয়রানির ব্যাপারে প্রশ্ন করা হলে ২৫ বছর বয়সী অভিনেত্রীটি বলেন : “সত্য কথা বলতে দক্ষিণ ভারতের চলচ্চিত্রে বা বলিউডে আমাকে কাস্টিং কাউচ মোকাবেলা করতে হয়নি। তবে হ্যাঁ, দুই চলচ্চিত্র জগতেই আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। তাদের নাম প্রকাশের সাহস নেই আমার কারণ তারা অত্যন্ত ক্ষমতাশালী মানুষ- এদের মধ্যে পুরুষ নারী ইভয়েই আমাকে অসহায় বোধ করতে ভূমিকা রেখেছে। তিনি বলেন,” তবে আমি নিজেকে রক্ষা করতে পেরেছি।” “একজন অভিনেতা অভিনেতা একটি গানের দৃশ্যে আমাকে সজোরে চেপে ধরেছিল এবং কানে ফিসফিস করে বলেছিল, আমি ফিল্মটিতে কাজ করছি বলে সে খুশি,” আমায়রা বলেন। তিনি জানান তিনি নিরাপত্তাহীনতায় ভোগার আগে পর্যন্ত তাদের নাম প্রকাশ করবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।